ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নাটোরে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
নাটোরে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু

নাটোর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা খাতুন।

নাটোর: নাটোর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বাংলানিউজকে জানান, এই টুর্নামেন্টে ১০টি দল অংশ গ্রহণ করবে।

খেলার উদ্বোধনী দিনে নাটোর সুগার মিল ফাট ক্রিকেট ক্লাব ও ফুলবাগান ক্রিকেট অংশ নেয়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডের খেলা চলবে। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।