ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এগিয়ে আসতে পারে বিপিএলে ম্যাচ শুরুর সময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এগিয়ে আসতে পারে বিপিএলে ম্যাচ শুরুর সময় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্তমান সময়ের চেয়ে এগিয়ে আসতে পারে বিপিএলের এবারের আসরের দিনের দুটি ম্যাচই। পরিবর্তিত সময় অনুযায়ী দিনের প্রথম ম্যাচ দুইটার জায়গায় দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটার বদলে ছয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে এই পরিবর্তিত সময় কার্যকর হতে পারে।

মিরপুর থেকে: বর্তমান সময়ের চেয়ে এগিয়ে আসতে পারে বিপিএলের এবারের আসরের দিনের দুটি ম্যাচই। পরিবর্তিত সময় অনুযায়ী দিনের প্রথম ম্যাচ দুইটার জায়গায় দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটার বদলে ছয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৭ নভেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে এই পরিবর্তিত সময় কার্যকর হতে পারে।

বিপিএলে পরিবর্তিত সময়ের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার কাছে। পরিবর্তিত সময়ের বিষয়ে তিনি জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে বিকেলের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। ’

 

শিশিরের কারণেই বিপিএলের সময় পরিবর্তনের বিষয়টি মাথায় আনা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৭টায়। এ সময় মাঠে শিশির পড়তে শুরু করে। সন্ধ্যার পর শিশিরে মাঠ ভিজে ওঠায় ক্রিকেটারদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বল শিশিরে ভিজে যাওয়ায় স্পিনারদের গ্রিপ করতেও সমস্যায় পড়তে হচ্ছে।

এসব কারণকে সামনে রেখে বর্তমান সময়ের চেয়ে দ্বিতীয় ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে দিনের প্রথম ম্যাচটিও ৩০ মিনিট এগিয়ে আনা হবে।

কিন্তু এক ঘণ্টা এগিয়ে আনলেও ‘শিশির’ সমস্যার সমাধান কতটুকু হবে সে বিষয়টি নিয়ে ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। দিন যত যাবে শিশিরের পরিমান ততই বাড়বে। আর এই বাস্তবতা মেনে নিয়েই হয়তো দলগুলোকে এবারের বিপিএল পর্ব শেষ করতে হবে।
     
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।