মিরপুর থেকে: খুলনা টাইটানসের বিপক্ষে বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের। তাইতো দলের মূল শক্তি ডোয়াইন ব্রাভো, এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে রাখা হয়েছিল বিশ্রামে।
নকআউট পর্বে তিন বিদেশি ক্রিকেটারের কাছ থেকে সেরাটা আদায় করতেই তাদের বিশ্রামে রাখা হয়েছিল বলে জানালেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলকে বিশ্রামে দেওয়া হয়েছে। কিছুটা ইনজুরি থাকায় ঝুঁকি নিয়ে খেলানো হয়নি প্রথম ম্যাচ খেলতে নেমেই ৩৪ বলে ৭৫ রানের ইনিংস খেলা এভিন লুইসকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ তিন ক্যারিবীয়ান ক্রিকেটারকে না খেলানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছি কথাটা ঠিক না। আমাদের দলে কিছু পরিবর্তন এসেছে। বিশেষে করে রাসেল প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিল। তাকে আমরা খুব মিস করেছি। আমরা যেহেতু কোয়ালিফায়ারে উঠে গেছি, এজন্য রাসেল, ব্রাভোকে আমরা বিশ্রাম দিয়েছি। এ দু’জন আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আজকে যদি ওদের কেউ ইনজুরড হতো, আমাদের জন্য নকআউট স্টেজ কঠিন হয়ে যেত। এজন্যই তাদের ব্রেক দেওয়া হয়েছে। ’
ইনফর্ম ব্যাটসম্যান এভিন লুইসের না খেলার ব্যাপারে সুজন বলেন, ‘এভিন লুইসের ইনজুরি সমস্য। আজ সে বেটার ছিল। আমরা হয়তো সুযোগটা নিয়ে খেলাতে পারতাম। সময় নিয়ে খেলাতে চেয়েছি। তাই ঝুঁকিটা নেইনি। তাছাড়া মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। নকআউট স্টেজে যেন শতভাগ পাই এ তিনজনের কাছ থেকে, সেদিকেই তাকিয়ে আছি আমরা। ’
ঢাকা হেরে যাওয়ায় মঙ্গলবার (০৬ ডিসেম্বর) কোয়ালিফায়ার ম্যাচে আবার মুখোমুখি হবে ঢাকা-খুলনা। লিগ পর্বে মুখোমুখি দেখায় এই খুলনার কাছে দু’বারই হেরেছে ঢাকা। খালেদ মাহমুদ মনে করেন দুই ম্যাচ হারায় কোয়ালিফায়ার ম্যাচে নামার আগে কিছুটা হলেও চাপে থাকবে তার দল, ‘মানসিক দিক থেকে আমরা চাপে থাকবো। যখন ওদের সঙ্গে খেলবো। ’
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসকে/এসএইচ