ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুম্বাই টেস্টে ইংল্যান্ড একাদশে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
মুম্বাই টেস্টে ইংল্যান্ড একাদশে নতুন মুখ ছবি: সংগৃহীত

মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে কিটন জেনিংসের টেস্ট অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ইনজুরি আক্রান্ত তরুণ হাসিব হামিদের পরিবর্তে খেলবেন ২৪ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।

ঢাকা: মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে কিটন জেনিংসের টেস্ট অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ইনজুরি আক্রান্ত তরুণ হাসিব হামিদের পরিবর্তে খেলবেন ২৪ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।

পাঁচ ম্যাচের সিরিজ বাঁচাতে ইংলিশদের সামনে জয়ের বিকল্প নেই। মুম্বাইয়ে আগামী ৮ ডিসেম্বর চতুর্থ টেস্ট শুরু হবে। রাজকোটে অনুষ্ঠিত প্রথম টেস্ট জয়ের পর পরের দুই ম্যাচই জিতে নেয় টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত জেনিংস সাবেক কোচ ও খেলোয়াড় রে জেনিংসের ছেলে। দলে ডাক পেয়ে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্স স্কোয়াড ছেড়ে সোমবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ে পৌঁছান তিনি। তার সামনে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ।

২০১২ সালে অ্যান্ড্র স্ট্রাউসের অবসরের পর কিটন জেনিংস হবেন কুকের ১১তম ওপেনিং পার্টনার। তার প্রস্তুতির ঘাটতি প্রসঙ্গে ১০ বছর আগে নিজের অভিষেকের কথা স্মরণ করেন ইংলিশ দলপতি। সেবার ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে ভারতে উড়ে গিয়েছিলেন কুক। ২০০৬ সালে নাগপুরে অভিষেক টেস্টেই সেঞ্চুরি (৬০, ১০৪ অপ.) হাঁকিয়েছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি সেঞ্চুরির মালিক কিটন। ৭২ ম্যাচে ৪২৭২ রান করেছেন। গড় ৩৫.৮৯। ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম বোলার হিসেবে মিডিয়াস পেস করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।