ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুর মাতিয়ে গেলেন জেমস 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
মিরপুর মাতিয়ে গেলেন জেমস 

আগের রাতেই এক ই-মেইল বার্তায় বিসিবি জানিয়েছিল, বিপেএলের চলতি আসরের ফাইনালের দিন বিকেল চারটায় মিরপুরে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হবে। ফাইনালের পূর্ব প্রস্তুতির ব্যস্ততায় প্রেস বক্সের অবস্থানরত আমরা সবাই বিষয়টি ভুলেই গিয়েছিলাম। কিন্তু জেমসের অসাধারণ কণ্ঠ শেষ পর্যন্ত বিষয়টি আমাদের কাউকেই ভুলতে দিল না।

মিরপুর থেকে: আগের রাতেই এক ই-মেইল বার্তায় বিসিবি জানিয়েছিল, বিপেএলের চলতি আসরের ফাইনালের দিন বিকেল চারটায় মিরপুরে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হবে। ফাইনালের পূর্ব প্রস্তুতির ব্যস্ততায় প্রেস বক্সের অবস্থানরত আমরা সবাই বিষয়টি ভুলেই গিয়েছিলাম।

কিন্তু জেমসের অসাধারণ কণ্ঠ শেষ পর্যন্ত বিষয়টি আমাদের কাউকেই ভুলতে দিল না।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বিসিবি’র দেয়া ওই নির্ধারিত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একটি অতিপরিচিত ও বহুল জনপ্রিয় গান শোনা গেল। ‘সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে। খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কী তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা?’ হ্যাঁ, এই গান দিয়েই বিপিএলের সমাপনী কনসার্ট শুরু করলেন, নগর বাউল জেমস। জেমস বলে কথা, তাই প্রেস বক্সে অবস্থানরত গণমাধ্যম কর্মীরা কেউ মিস করতে চাইলেন না।

কেউ চেলে গেলেন ছাদের উপরে, কেউ সরাসরি মঞ্চের সামনে আবার কারো হাতে কাজ থাকায় প্রেস বক্সের টিভিতেই উপভোগ করতে লাগলেন দেশের সবচাইতে জনপ্রিয় এ ব্যান্ড শিল্পীর মন মাতানো এক একটি গান। জেমস গাইছেন আর গ্যালারি থেকে চিৎকার ভেসে আসছে ‘গুরু ওয়ান মোর, ওয়ান মোর’।  

চালিয়ে গেলেন জেমসও। গাইলেন ‘ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু’, ‘সুলতানা বিবিয়ানা’ ‘বেদের মেয়ে জোসনা’ ও ‘ভিগি ভিগিসি’সহ কয়েকটি জনপ্রিয় গান। জেমস গাইছেন আর সুরের মুর্ছনা ছড়িয়ে পড়ছে পুরো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আনাচে কানাচে। জেমসের সুরের সঙ্গে কখনও সুর মিলিয়েছেন গ্যালারির দর্শক ও গ্রাউন্ডস কর্মী সহ বিসিবি কর্মীরা।

বাদ যাননি, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও জালাল ইউনুসের মতো উর্ধ্বতন কর্মকর্তারাও। মঞ্চের অদূরে দাঁড়িয়ে জেমসের গান উপভোগ করলেন বাংলাদেশ ক্রিকেটের এই অভিভাবকেরা। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হল না নগর বাউলের কনসার্ট। সুরের ইন্দ্রজাল ছড়িয়ে পুরো স্টেডিয়ামকে আচ্ছন্ন করে ইতি টানলেন।

এরপর মঞ্চ থেকে নেমে দ্রুতই চলে গেলেন। জেমস চলে গেলেন ঠিকই কিন্তু মাঠে পড়ে থাকলো তার দরাজ কণ্ঠের যাদুকরী সুরের আবেশ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৯ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।