ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হলো ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
শুরু হলো ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট ছবি:সংগৃহীত

সাব এডিটরদের প্রিয় সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এই প্রথম সংগঠনটির সদস্যদের জন্য আয়োজন করেছে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কোমল পানীয় ব্রেভার এবং বিস্ক ক্লাবের পৃষ্ঠপোষকতায় ৩২টি মিডিয়া হাউসকে নিয়ে শনিবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়েছে।  

ঢাকা: সাব এডিটরদের প্রিয় সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এই প্রথম সংগঠনটির সদস্যদের জন্য আয়োজন করেছে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কোমল পানীয় ব্রেভার এবং বিস্ক ক্লাবের পৃষ্ঠপোষকতায় ৩২টি মিডিয়া হাউসকে নিয়ে শনিবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়েছে।

 

বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পর্দা উন্মোচিত হয় সিক্স-এ সাইড পদ্ধতির মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেটের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪.কম সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) হেড অব মার্কেটিং অরুনাংশ ঘোষ, বঙ্গ বেকার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. জাকারিয়া জুলফিকার, ডিএসইসির সভাপতি নাছিমা আক্তার সোমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, সহ-সভাপতি কে এম শহীদুল হক, কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এ কে এম ওবায়দুর রহমান প্রমুখ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় আটটি খেলা। সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আমাদের সময় এবং সমকাল। প্রথম ম্যাচে আমাদের সময় ২১ রানে হারিয়েছে মানবকণ্ঠকে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে আমাদের সময়। জয়ের জন্য ৯৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭১ রান করে মানবকণ্ঠ। ১৬ রান এবং ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন আমাদের সময়ের মাইদুল বাবু।

একই সময় অন্য ম্যাচে দৈনিক নয়াদিগন্তকে ৪ উইকেটে হারিয়েছে দৈনিক সমকাল। প্রথমে ব্যাট করতে নেমে নয়াদিগন্ত নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯১ রান করে সমকাল। ৪ উইকেটের সহজ জয় পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ম্যাচ সেরা হন সমকালের বোরহান আজাদ।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) ৪ উইকেটে হারিয়েছে ৭১ টিভি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করে বাসস।  জবাবে ২ উইকেট হারিয়ে ৮১ রান করে ৪ ইউকেটে জয় ছিনিয়ে নেয় ৭১ টিভি। দলের পক্ষে সবোচ্চ ৪১ রান করে ম্যাচ সেরা হন ৭১ টিভির আশিক।  

একই সময় অনুষ্ঠিত অপর ম্যাচে যায়যায়দিনকে ৭৩ রানে হারিয়েছে যমুনা টিভি। প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৭ রান করে যমুনা টিভি। জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ রানে সব ক’টি উইকেট হারিয়ে ফেলে যায়যায়দিন। দলের পক্ষে ৫১ রান করে ম্যাচ সেরা হন যমুনা টিভির ফয়সাল।

সাড়ে ১১টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে চ্যানেল২৪কে মাত্র ৫ রানে হারিয়েছে বণিক বার্তা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান করে বণিক বার্তা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করে চ্যানেল ২৪। দলের পক্ষে ৪৯ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বণিক বার্তার মেহেদী হাসান রোমেল।

অন্য ম্যাচে ডিবিসি টিভি উপস্থিত না হওয়ায় দৈনিক সংগ্রাম ওয়াক ওভার পেয়ে যায়। দিনের শেষ দুই ম্যাচের প্রথমটিতে ৪৪ রানে সংবাদকে হারিয়েছে দৈনিক ইনকিলাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৫ রান করে ইনকিলাব। জবাবে ২ উইকেট হারিয়ে ৬ ওভারে ৮১ রান করে দৈনিক সংবাদ। দলের পক্ষে ৭২ রান করে ম্যাচসেরা হন ইনকিলাবের ফারুক।  

অপর ম্যাচে অবজারভারকে ৩ উইকেটে হারিয়েছে আলোকিত বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করে আলোকিত বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে যায় অবজারভার। দলের পক্ষে ২০ রান করে ম্যাচ সেরা হন আলোকিত বাংলাদেশের জিয়াদুল ইসলাম।  

টুর্নামেন্টের দ্বিতীয় দিন রবিবার অনুষ্ঠিত হবে আটটি খেলা:

সকাল ৮:৩০টা যুগান্তর বনাম বাংলাদেশ প্রতিদিন
সকাল ৮:৩০টা সকালের খবর বনাম জাগো নিউজ
সকাল ০৯:৩০টা এটিএন নিউজ বনাম করতোয়া
সকাল ০৯:৩০টা জিটিভি বনাম নওরোজ
সকাল ১০:৩০টা নিউনেশন বনাম ভোরের কাগজ
সকাল ১০:৩০টা মোহনা টিভি বনাম জনকণ্ঠ
বেলা ১১:৩০টা ইত্তেফাক বনাম দি ইনডিপেনডেন্ট
বেলা ১১:৩০টা প্রথম আলো বনাম বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।