ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে যুব দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে যুব দল ছবি: সংগৃহীত

এশিয়া কাপের জন্য গত আগস্ট থেকে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।পর্যায়ক্রমে কক্সবাজার, বিকেএসপি ও মিরপুরে চলে অনুশীলন। চার মাসের কঠোর প্রস্তুতি শেষে আগামীকাল এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে যুবারা।

ঢাকা: এশিয়া কাপের জন্য গত আগস্ট থেকে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পর্যায়ক্রমে কক্সবাজার, বিকেএসপি ও মিরপুরে চলে অনুশীলন।

চার মাসের কঠোর প্রস্তুতি শেষে আগামীকাল এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে যুবারা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে সাইফ হাসানের দল। ১৫ ডিসেম্বর শুরু হবে আট দলের আসর। বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর। অপর গ্রুপের চার দল হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া।

টুর্নামেন্ট শুরুর দিন (১৫ ডিসেম্বর) মাতারায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৬ ডিসেম্বর গলে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে সাইফ-আফিফ-মুগ্ধরা। ১৮ ডিসেম্বর একই মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

দুটি গ্রুপের চার দল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। একদিন বিরতি দিয়ে টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ২৩ ডিসেম্বর।  

বাংলাদেশ যুব দল এশিয়া কাপকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের আইসিসি যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যুব দলের কোচ আব্দুল করিম জুয়েল জানান, ‘২০১৮ সালের বিশ্বকাপকে মাথায় রেখে এ দলটিকে প্রাথমিক একটা দল হিসেবে ভাবছি আমরা। এশিয়া কাপের জন্য আমাদের প্রস্তুতিও ভালো। আগস্ট থেকে শুরু করে আমরা কক্সবাজারের বিভিন্ন উইকেটে খেলেছি। এরপর বিকেএসপি ও  মিরপুরে খেলেছি। আশা করি এশিয়া কাপে ভালো করবে ছেলেরা। ’

অধিনায়ক সাইফ হাসান অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছেন এশিয়া কাপকে, ‘অভিজ্ঞতা অর্জনই আমাদের মূল লক্ষ্য। এশিয়া কাপের অভিজ্ঞতা আমাদের পরবর্তী সময়ে কাজে দেবে। আমাদের প্রস্তুতি বেশ ভালো। চার মাস সবাই একসাথে খেলেছি, প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমাদের মাঝে বোঝাপড়াও ভালো। ’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আমিনুল ইসলাম বিপ্লব, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, নাঈম হাসান, শাখাওয়াত হোসেন, কাজি অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল হালিম।  

স্ট্যান্ডবাই: হাসান মাহমুদ, শাহাদাত হোসেন হৃদয়, আব্বাস মুসা আলভি, আকবর আলি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।