ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষায় তাসামুল, বঞ্চিত ইরফান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
অপেক্ষায় তাসামুল, বঞ্চিত ইরফান চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান তাসামুল এবং ইরফান/ছবি: সংগৃহীত

চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগ। চট্টগ্রামে আগে ব্যাট করতে নামা স্বাগতিকরা প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করে।

ঢাকা: চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগ।

চট্টগ্রামে আগে ব্যাট করতে নামা স্বাগতিকরা প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করে।

দিনের খেলা ৮৮.২ ওভারে শেষ হওয়ার আগে চট্টগ্রাম ২৭৭ রান তোলে।

রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের হয়ে শতকের অপেক্ষায় রয়েছেন তাসামুল হক। শতক বঞ্চিত হয়েছেন দলপতি ইরফান শুক্কুর। অর্ধশতকের দেখা পান ওপেনার নাফিস ইকবাল। নাফিস ৫১ রানে বিদায় নেন। আরেক ওপেনার পিনাক ঘোষ ৫ রান করে সাজঘরে ফেরেন।

তিন নম্বরে নামা জসিমউদ্দিন ৯ রানে বিদায় নিলে তাসামুল হক খেলেন অপরাজিত ৮৯ রানের ইনিংস। তার ২২৯ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির মার। ইরফান শুক্কুর ১৫৬ বলে ১২টি চারের সাহায্যে করেন ৯০ রান।

রাজশাহীর হয়ে চারটি উইকেট দখল করেন সাকলাইন সজীব। ফরহাদ রেজা নেন তিনটি উইকেট। আর বাকি উইকেটটি দখল করেন মুক্তার আলি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।