ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিককে টেস্টে ফেরানোই মূল লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
মুশফিককে টেস্টে ফেরানোই মূল লক্ষ্য মুশফিকুর রহিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়ায় দ্বিতীয় ওয়ানডের দলে ছিলেন না টাইগারদের অন্যতম সদস্য মুশফিকুর রহিম। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর তৃতীয় ওয়ানডেতেও দলে পাওয়া যাবে না মুশফিককে।

ঢাকা: প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়ায় দ্বিতীয় ওয়ানডের দলে ছিলেন না টাইগারদের অন্যতম সদস্য মুশফিকুর রহিম। দ্বিতীয় ওয়ানডেতে থাকলে হয়তো ম্যাচের রেজাল্ট লাল-সবুজদের দিকে আসতে পারতো।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর তৃতীয় ওয়ানডেতেও দলে পাওয়া যাবে না মুশফিককে।

নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে বাংলাদেশ সময় আগামীকাল দিবাগত ভোররাতে (ভোর ৪টা)। ওয়ানডের মতো তিনটি টি-টোয়েন্টিতেও মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে, টাইগারদের টেস্টের এই দলপতিকে সাদা পোশাকে ফেরানোটাই এখন মূল লক্ষ্য বলে জানালেন দলের নতুন ফিজিও ডিন কনওয়ে।

কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ তিনটি ৩ জানুয়ারি। দ্বিতীয়টি ৬ ও তৃতীয়টি ৮ জানুয়ারি। আর ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরু হবে ১২ জানুয়ারি।

দলের নতুন ফিজিও জানান, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মুশফিকের খেলার সম্ভাবনা নেই। নেলসন হাসপাতালে তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্টে মুশফিকের বাঁ হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ মাত্রার চোট ধরা পড়েছে। রিপোর্ট বলছে সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় দুই সপ্তাহ লাগবে। ’

আপাত দৃষ্টিতে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও শেষ মুশফিকের। বাকি থাকছে টেস্ট সিরিজ। যেখানে মুশফিকের নেতৃত্বে খেলার কথা টাইগারদের।

ফিজিও ডিন কনওয়ে আরও জানান, ‘রেডিওলজিস্টের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। তার ইনজুরি খুব বড় কিছু নয়। তবে এটা পুরোপুরি সারতে চোটের দিন থেকে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই মুশফিক অনুশীলন শুরু করতে পারবে। তাকে টেস্ট সিরিজে ফেরানোটাই এখন মূল লক্ষ্য আমাদের। ’

যত দ্রুত সম্ভব পুনর্বাসন-প্রক্রিয়া শুরু হবে মুশফিকের। তবে, প্রথম টেস্টের আগে পূর্ণ ফিটনেস ফিরে পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়।

ক্রাইস্টাচার্চে অনুষ্ঠিত বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন, প্রথম ওয়ানডে) ম্যাচে দ্রুত রান নেওয়ার প্রচেষ্টায় ডাইভ দিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। ব্যক্তিগত ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। কিউইদের ছুঁড়ে দেওয়া ৩৪২ রানের লক্ষ্যে ২৬৪ তে থামে টাইগারদের ইনিংস।

স্ক্যান রিপোর্টে মুশফিকের ওডিআই সিরিজ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত হয়। ওয়েলিংটনে প্রথম টেস্টের (১২ জানুয়ারি শুরু) আগে নিজেকে পুরোপুরি ফিট করার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।