ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জুনায়েদ-ফরহাদের সেঞ্চুরিতে রাজশাহীর দুর্দান্ত জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জুনায়েদ-ফরহাদের সেঞ্চুরিতে রাজশাহীর দুর্দান্ত জয় জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ হোসেন/ছবি: সংগৃহীত

জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ হোসেনের ঝোড়ো সেঞ্চুরিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ৮ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে রাজশাহী বিভাগ।

ঢাকা: জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ হোসেনের ঝোড়ো সেঞ্চুরিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ৮ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে রাজশাহী বিভাগ। ম্যাচের শেষ দিনে রাজশাহী ৩৮৫ রানের বড় টার্গেট টপকে যায় ৬৫.২ ওভারে, মাত্র দুই উইকেট হারিয়ে।

জুনায়েদ সিদ্দিকী ৯৭ বলে ১০৪ ও ফরহাদ হোসেন ৭৭ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৮৫ রানের লিড পাওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯৯ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নেন তাসামুল হক। ১০০ রান করে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান। ইয়াসির আলি অপরাজিত থাকেন ১০৫ রান করে।

ম্যাচের তখন ৭০ ওভারের মতো বাকি। দ্বিতীয় ইনিংসে ৩৮৫ রান টপকে জয় তো অসম্ভব কিছুই। দুই সেশনে রাজশাহীকে অলআউট করার সুযোগ নিতে গিয়েই ইনিংস ঘোষণা করে তারা।

পাহাড়সমান লক্ষ্যের সামনে ব্যাটিং করতে নেমে মায়শুকুর রহমান ও মিজানুর রহমান উড়ন্ত সূচনা এনে দেন রাজশাহীকে। এ দুই ব্যাটসম্যান ১৪৩ রানের জুটি গড়েন। ইনিংসের ৩২তম ওভারে ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলে রান আউট হয়ে যান মিজানুর।

কিছুক্ষণ পর ৮১ রান করে ইফতেখার সাজ্জাদের বলে সাজঘরে ফেরেন মায়শুকুর। অল্প সময়ের ব্যবধানে দুই ওপেনার বিদায় নিলেও আর কোনো উইকেট হারায়নি রাজশাহী। তৃতীয় উইকেটে জুনায়েদ ও ফরহাদ ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আট উইকেটের অসাধারণ এক জয় উপহার দেন দলকে।

ম্যাচ সেরা হয়েছেন জুনায়েদ সিদ্দীক। এ জয়ে ১৩ পয়েন্ট যোগ হয়েছে রাজশাহীর। রংপুরকে টপকে দ্বিতীয় স্তরে শীর্ষে উঠে গেছে তারা। রাজশাহীর পয়েন্ট ৬২। দ্বিতীয় স্থানে থাকা রংপুরের পয়েন্ট ৫৯।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।