ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শর্ত জুড়ে ক্যারিবিয়ানদের দিকে তাকিয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
শর্ত জুড়ে ক্যারিবিয়ানদের দিকে তাকিয়ে পাকিস্তান শর্ত জুড়ে ক্যারিবীয়ানদের দিকে তাকিয়ে পাকিস্তান/ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। আর সেটার প্রভাব পড়ছে ক্রিকেটেও। দুটি দেশের কঠোর রাজনৈতিক অবস্থানের কারণে ২০১৭ সালে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক কোনো সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এমন পরিস্থিতিতে উপমহাদেশের এই দুই ক্রিকেট-পরাশক্তির দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সব সম্ভাবনা মিইয়ে গেছে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টায় ব্যস্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী মার্চে ক্যারিবীয়ান ক্রিকেট দলকে পাকিস্তানের মাটিতে খেলার আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নজাম শেঠি জানিয়েছেন, ‘আগামী মার্চে দুটি টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ’

তবে, এখনও ক্যারিবীয় বোর্ড থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। শর্ত সাপেক্ষে ক্যারিবিয়ানদের পাকিস্তানের মাটিতে আনতে চায় পাকিস্তান। এ প্রসঙ্গে শেঠি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ চায় আমাদের বিপক্ষে খেলতে। তবে, তারা ফ্লোরিডায় সিরিজটি খেলতে চাইছে। আমরা তাদের সঙ্গে ফ্লোরিডায় খেলতে রাজি। তবে, একটাই শর্ত-দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির পর তাদের আমাদের মাঠে এসেও খেলতে হবে। ’

তিনি আরও জানান, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে মার্চের মাঝামাঝি সময়ে আমাদের সঙ্গে খেলার প্রস্তাব দিয়েছি ক্যারিবিয়ানদের। ’

২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে মেজর দল সফর করেনি। ২০১৪ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল। তবে, সেটি পাকিস্তানে অন্য দলগুলোর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো অবস্থা তৈরি করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৭
এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।