৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ট্রেন্ট বোল্ট। কিউই এই পেসারের ক্যারিয়ার সেরা র্যাংকিং ছিল গত বছরের অক্টোবরে।
৭০৫ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। আর পাঁচে থাকা ইংলিশ স্পিনার আদিল রশিদের সংগ্রহ ৬৫৫ রেটিং পয়েন্ট।
ছয় নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ২০১৬’র শেষে তার পয়েন্ট ৬৪৩। ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে থাকতে তিনি পেয়েছিলেন ৭১৭ পয়েন্ট, সেটিও ২০০৯ সালে জিম্বাবুয়ে সিরিজের পর।
সাত থেকে দশে থাকা বাকি বোলাররা হলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৬৪১), দক্ষিণ আফ্রিকার কেগিসো রাবাদা (৬২৮), ভারতের আকসার প্যাটেল (৬২৪) এবং অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড (৬১৯)।
টাইগারদের সীমিত ওভারের দলপতি মাশরাফি রয়েছেন ১৪ নম্বরে। ম্যাশের অর্জন ৬১৪ পয়েন্ট। ২৯ নম্বরে রয়েছেন ইনজুরি থেকে ফেরা মোস্তাফিজুর রহমান। ৫০ নম্বর অবস্থান ধরে রেখেছেন আরাফাত সানি। ৫৪ নম্বরে পেসার রুবেল হোসেন। এছাড়া, নাসির ৬৬, তাসকিন ৭৬, ৯২ মাহমুদুল্লাহ আর ৯৫ নম্বরে রয়েছেন শফিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৬
এমআরপি/এমএমএস