ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে অজিরা অভিষেক সেঞ্চুরির দেখা পেলেন ম্যাট রেনশ-ছবি:সংগৃহীত

দুই ওপেনার ম্যাট রেনশ ও ডেভিড ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে স্বাগতিকরা। ১৬৭ রানে অপরাজিত আছেন রেনশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৫১ রান তোলে অজিরা। তাও আবার মাত্র ৩২.৩ ওভারে।

৭৮ বলে সেঞ্চুরির দেখা পান ওয়ার্নার। পাকিস্তানী বোলারদের ওপর দাপট দেখিয়ে তুলে নেন ১৮তম সেঞ্চুরি। শেষে ৯৫ বলে ১৭ চারের সাহায্যে ওহাব রিয়াজের বলে আউট হওয়া আগে ১১৩ রান করেন।

অপরদিকে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পান আরেক ওপেনার রেনশ। শেষ পর্যন্ত তিনি ২৭৫ বলে ১৮টি চারের সাহায্যে ১৬৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অপরপ্রান্তে ৪০ রানে অপরাজিত আছেন পিটার হ্যান্ডসকম্ব। মাঝে অবশ্য সুবিধে করতে পারেননি উসমান খাজা ও স্টিভেন স্মিথ।

পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি উইকেট পান ওহাব রিয়াজ। আর একটি উইকেট তুলে নেন স্পিনার ইয়াসির শাহ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।