ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগে ফিরেই ডলারের ৫ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
জাতীয় লিগে ফিরেই ডলারের ৫ উইকেট ফিল্ডিংয়ে ঢাকা মেট্রো/ছবি: সংগৃহীত

জাতীয় লিগের প্রথম পাঁচ রাউন্ড খেলেননি ডলার মাহমুদ। শেষ রাউন্ডের ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন তিনি। খুলনা বিভাগের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন ঢাকা মেট্রোর এই পেসার।

ফতুল্লার বাউন্সি উইকেটে ডলারের বোলিং দাপটে ২০৭ রানে গুটিয়ে গেছে খুলনা। জবাব দিতে নেমে মেট্রোর ব্যাটিংও ভালো হয়নি।

প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৭ রান।  

শামসুর রহমান শুভ ১৪ ও মেহরাব হোসেন (জুনি:) ১ রানে অপরাজিত আছেন।  

আল-আমিন হোসেন, জিয়াউর রহমান ও আশিকুজ্জামান নিয়েছেন একটি করে উইকেট।  

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ রান তুলতেই মেহেদি হাসান ও হাসানুজ্জামানের উইকেট হারায় খুলনা। এ দুই ওপেনারকেই সাজঘরে পাঠান ডলার মাহমুদ। এরপর তুষার ইমরানের সঙ্গে জুটি গড়ে এনামুল হক বিজয় শুরুর চাপ সামলে নেন। দলীয় ৬৯ রানে আবু হায়দার রনির বলে আউট হন তুষার (২৪)। মোহাম্মদ মিঠুনকে নিয়ে চতুর্থ উইকেটে দলকে টানতে থাকেন বিজয়।

দলীয় ১৪১ রানের মাথায় মিঠুন (৩৬) সাজঘরে ফিরে গেলে চতুর্থ উইকেট হারায় খুলনা। ৭২ রানের জুটিটি ভাঙার পর আরও হোঁচট খায় খুলনা।

পরের ওভারে বিজয়কে ফেরান আরাফাত সানি। বোল্ড জয়ে সাজঘরে ফেরার আগে ৬২ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান।

১৪১ থেকে ১৪৭ রানের মধ্যে চার উইকেট হারায় তারা। শেষ দিকে খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক ৪১ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেললে দুইশো রান পার হয় খুলনার।

ডলার মাহমুদের ৫ উইকেটের দিনে আবু হায়দার রনি ও আরাফান সানি নেন দুটি করে উইকেট। অপর উইকেটটি নিয়েছেন শরিফুল্লাহ।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।