প্রতিটি সিরিজের আগে যাদের অনুমতি সাপেক্ষে স্বাক্ষর করার ক্ষমতা ছিল তারা কেউ নেই। তাহলে কীভাবে হবে সিরিজ সেটাই এখন প্রশ্ন।
যদিও তার পরিমান বেধে দেওয়া হয়েছিল। এ বার অবশ্য অন্য সমস্যার সামনে দেশটির বোর্ড। এই মুহূর্তে বোর্ডের দায়িত্বে নেই কেউ। বিসিসিআই’র এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা সবাই সংশয়ে। ম্যাচ আয়োজন করবে রাজ্য সংস্থা। কিন্তু এই মুহূর্তে জানি না দায়িত্বে কে। ’
১০ ও ১২ জানুয়ারি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দু’টো অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রখম ওডিআই ১৫ জানুয়ারি পুনেতে। জানা যায় দু’সপ্তাহ আগেই শেষ হয়ে গিয়েছে সেই ম্যাচের টিকিট। তারপরই এই সঙ্কট সমস্যায় বিসিসিআই। অতীতে বোর্ড সব সময়ই ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু লোধা প্যানেল কখনওই তেমন কিছু করার পক্ষে ছিল না যেটা ক্রিকেট খেলাকে আক্রান্ত করবে।
বাকি দু’টো একদিনের ম্যাচ হবে কটাক ও কলকাতায়। তিনটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে কানপুর, নাগপুর ও বেঙ্গালুরুতে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস