ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কাপালির ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
কাপালির ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে সিলেট

ঢাকা: চট্টগ্রাম বিভাগের বিপক্ষে আগের দিন সেঞ্চুরি উপহার দিয়ে সিলেট বিভাগকে বড় ইনিংসের  স্বপ্ন দেখান ইমতিয়াজ হোসেন। অলক কাপালির ৫৬ রানের অপরাজিত ইনিংস আরো বেশি আশা দেখায়। শেষ পর্যন্ত অধিনায়কের ব্যাটেই পাহাড়সম ইনিংস গড়লো সিলেট।

২৬৬ বলে ২০০ রানের ইনিংস খেলেন কাপালি। অপরাজিত থেকে ৭ উইকেটে ৫৫৫ রান তোলার পরই নিজেই ঘোষণা করলেন সিলেটের প্রথম ইনিংস।

জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে চট্টগ্রাম। নাফীস ইকবাল ৫১ ও ইয়াসির আলি ৫৩ রানে অপরাজিত আছেন।

নিজেদের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বড় রানের সামনে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামলে নেন নাফীস-ইয়াসির জুটি।

আবু জায়েদ রাহি নিয়েছেন দুটি উইকেট। অপর উইকেটি নিয়েছেন রাহাতুল ফেরদৌস।

শেষ রাউন্ডের প্রথম দিন ৪ উইকেটে ৩০৯ রানে দিন শেষ করে সিলেট। পরদিন সকালে (আজ) ব্যাটিংয়ে নেমেই ছক্কার বৃষ্টি নামিয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন সিলেট বিভাগের অলক কাপালি। ১০টি ছক্কা, ১২টি চারে ২৬৬ বলে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটসম্যান।  

জাকের আলীর ব্যাট থেকে আসে ৭৮ রান। শাহনুর রহমান করেন ৪৫।  

প্রথম দিন ইমতিয়াজ ১৩৪ ও রাজিন সালেহ ৫৮ রানের ইনিংস খেলে বড় সংগহের ভিত গড়ে দেন সিলেটকে।

ইফতেখার সাজ্জাদ নেন তিনটি উইকেট। নাইম হাসান তুলে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন কাজী কামরুল ইসলাম ও তাসামুল হক।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।