ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে চাঁদপুরকে হারিয়ে ফেনী চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ক্রিকেটে চাঁদপুরকে হারিয়ে ফেনী চ্যাম্পিয়ন ক্রিকেটে চাঁদপুরকে হারিয়ে ফেনী চ্যাম্পিয়ন-ছবি: সংগৃহীত

ফেনী: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় চাঁদপুর জেলা দলকে ৪০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা দল। বুধবার (৪ জানুয়ারি) নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফেনী নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটে সংগ্রহ ২১৭ রান করে। দলের হয়ে লাব্বি ৭৪ ও পুলক ৪৭ রান করে।

জবাবে চাঁদপুর জেলা দল ৫০ ওভার খেলে ৯ উইকেটে সংগ্রহ করে ১০৭ রান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মনির ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্মসম্পাদক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী দলের ম্যানেজার শরীফুল ইসলাম অপু, কোচ কপিল উদ্দিন ও আবদুল আহাদ।

এছাড়া জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজয়ী ফেনী জেলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।