ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের নিকটে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
সিরিজ জয়ের নিকটে দ.আফ্রিকা খেলার একটি মুহূর্ত-ছবি:সংগৃহীত

কেপ টাউন টেস্টে জয়ের পথেই দক্ষিণ আফ্রিকা। যেখানে শ্রীলঙ্কাকে জয়ের জন্য এখনও ৩৭৭ রান করতে হবে। হাতে আছে মাত্র ছয় উইকেট। ৫০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ১৩০ রান করেছে সফরকারীরা।

টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল ২৯ ও ২৮ রানে অপরাজিত আছেন।

প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ও ভারনন ফিল্যান্ডার দুটি করে উইকেট ভাগ করে নেন।

এর আগে দ্বিতীয় দিনে শূন্য উইকেট হারিয়ে ৩৫ রানে শেষ করা স্বাগতিকরা তৃতীয় দিনে সাত উইকেট হারিয়ে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ৫৫ রান করেন ডিন এলগার। লঙ্কান বোলারদের মধ্যে সুরাঙ্গা লাকমাল নেন চারটি উইকেট।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।