ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২০১৮’তে দ. আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
২০১৮’তে দ. আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া ২০১৮’তে সিরিজ খেলবে দু’দল-ছবি:সংগৃহীত

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচটি ১ মার্চ ডারবানে অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এমন খবর নিশ্চিত করে। আরও জানানো হয়, সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ থাকবে।

এই সিরিজটি প্রোটিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১৯৯১ সালে ক্রিকেটে দলটির প্রত্যাবর্তনের পর ঘরের মাঠে তিন ম্যাচ টেস্টের বেশি এখন পর্যন্ত খেলেনি।

 

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জেতেনি ডি ভিলিয়ার্স-আমলারা। যদিও অজিদের তাদেরই মাটিতে শেষ তিন সিরিজে হারিয়েছিল দ. আফ্রিকা।

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা ট্যুর: 

২২-২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ট্যুর ম্যাচ
অস্ট্রেলিয়া বনাম এসএ আমন্ত্রিত একাদশ, সাহারা পার্ক, বেনোনি 
মার্চ ১-৫: প্রথম টেস্ট, কিংসমেড, ডারবান মার্চ 
মার্চ ৯-১৩: দ্বিতীয় টেস্ট, সেন্ট জর্জেস পার্কের, পোর্ট এলিজাবেথ 
মার্চ ২২-২৬: তৃতীয় টেস্ট, নিউল্যান্ডস, কেপ টাউন 
মার্চ ৩০-৪ এপ্রিল: চতুর্থ টেস্ট, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৫ জানুয়ারি,২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।