ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আমলা কোনো রোবট নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
‘আমলা কোনো রোবট নয়’ মাঝে হাশিম আমলা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

‘প্রোটিয়া তারকা ব্যাটসম্যান হাশিম আমলা কোনো রোবট নয়’ বলে সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন দক্ষিণ আফ্রিকার উঠতি তারকা পেসার কেগিসো রাবাদা। গত বছরের জানুয়ারিতে টেস্টে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন আমলা।

২০১৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন আমলা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৯তম টেস্ট ম্যাচ খেলতে নামা এই প্রোটিয়া তারকা শ্রীলঙ্কার বিপক্ষে কেপটাউনে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছেন ২৯ রান।

মাঝের সময়ে কোনো শতক নেই আমলার। তবে, দুটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের ইনিংসের পর ৯৬ রানের দারুণ আরেকটি ইনিংস খেলেছিলেন আমলা। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সফর আর বর্তমান শ্রীলঙ্কা সফরে শতকের দেখা পাননি ৩৩ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান। ব্যাটিং গড়ও নেমে এসেছে ৫০ এর নিচে (৪৯.৪৫)।

বামে হাশিম আমলা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)সমালোচনার মুখে পড়া আমলার পাশে দাঁড়িয়েছেন কেগিসো রাবাদা। উঠতি এই তারকা জানান, ‘আমলা কোনো রোবট নয়। ব্যাটসম্যান হিসেবে তার এখন খারাপ সময় যাচ্ছে। সে সব সময় ভালো খেলবে না। তবে, আমাদের ড্রেসিং রুমের পরিবেশ আগের মতোই ভালো। আমলা গ্রেট ব্যাটসম্যান। আমাদের বিশ্বাস তার ব্যাটে খুব দ্রুতই বড় রান ফিরবে। ’

সাদা পোশাকে ২৫টি শতক হাঁকানো আমলা প্রসঙ্গে রাবাদা আরও যোগ করেন, ‘আমলা আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। কারণ সে আগেও আমাদের দলকে দারুণ কিছু ইনিংস উপহার দিয়েছে। তার নেতৃত্বগুণও বেশ চমৎকার। দুর্দান্ত অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাটসম্যান এখন ভালো সময়ে নেই। দীর্ঘ সময় কোনো ব্যাটসম্যানই নিজের সেরা পারফর্ম ধরে রাখতে পারেনা। কিন্তু, আমলা জানে কিভাবে ফিরতে হবে। ’

আগামী ১২ জানুয়ারি আমলা নিজের টেস্ট ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলতে নামবে। শ্রীলঙ্কার বিপক্ষে জোহানেসবার্গে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।