ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকার বিপক্ষে ধুঁকছে বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ঢাকার বিপক্ষে ধুঁকছে বরিশাল ডাবল সেঞ্চুরি করে ঢাকা বিভাগকে চালকের ‍আসনে নিয়ে যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান/ছবি: সংগৃহীত

সাইফ হাসান ও তাইবুর রহমানের জোড়া ডাবল সেঞ্চুরিতে ঢাকা বিভাগের ৫৮৮ রানের জবাবে ফলোঅনে পড়া বরিশালের সামনে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ! জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের শেষ রাউন্ডে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২৫৯। লিড নিতে প্রয়োজন আরো ১৪০ রান।

স্কোর: ঢাকা - ৫৮৮/৬ ডিক্লে.
বরিশাল - ১৮৯ ও ২৫৯/৪ (৭০ ওভার)

দলের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সেঞ্চুরি হাঁকিয়ে কার্যকরী ভূমিকা রাখেন ওপেনার শাহরিয়ার নাফিস (১০৪)। অধিনায়ক ফজলে মাহমুদ ৪৫, জাকারিয়া মাসুদ ২৮ ও শাহীন হোসেন ২৪ রান করে আউট হন।

আল আমিন ৩২ ও সোহাগ গাজি ১৬ রানে অপরাজিত রয়েছেন। ঢাকার হয়ে দু’টি করে উইকেট নেন মোশাররফ হোসেন রুবেল ও নাজমুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে ছয় উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। শেষ পর্যন্ত ১৮৯ রানে অলআউট হয়ে ফলোয়নে পড়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ‍নামতে হয়। সর্বোচ্চ ৪৭ ‍রান করেন আট নম্বরে নামা সালমান হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।