ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে আরও ধৈর্য ধরতে হবে: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
বাংলাদেশকে আরও ধৈর্য ধরতে হবে: তামিম তামিম ইকবাল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের সফলতম ওপেনারদের মধ্যে তামিম ইকবাল অন্যতম। দেশের মাটিতে দুর্দান্ত টাইগাররা নিউজিল্যান্ড সফরে নিজেদের হারিয়ে খুঁজছে। অ্যাওয়ে ম্যাচে নিয়মিত জিততে হলে বাংলাদেশকে আরও ধৈর্য ধরতে হবে বলেই মনে করেন বাংলাদেশের এই ওপেনার।

তামিম দলের হয়ে বড় স্কোর করলে জয় পাওয়া সহজ হয় বলে যে কথাটি প্রচলিত তা মানেন না এই হার্ডহিটার। এই ওপেনার জানালেন, ‘ক্রিকেট একজনের খেলা নয়।

জিততে হলে এখানে সবাইকে একসঙ্গে ভালো খেলতে হবে, একসঙ্গে জ্বলে উঠতে হবে। আর অ্যাওয়ে ম্যাচে কন্ডিশন বুঝে খেলতে হবে। ’

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০তে হার, এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয় সফরকারী বাংলাদেশের। কিউই কন্ডিশনে টাইগারদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কি না এ প্রসঙ্গে তামিম জানান, ‘শুরু থেকে আমরা পাঁচটা ম্যাচ হেরেছি। সবাই হতাশ সেটাও জানি। কিন্তু, সবাইকে মনে রাখতে হবে আমরা ভিন্ন কন্ডিশনে খেলছি। নিয়মিত জিততে আমাদের আরও ধৈর্য ধরতে হবে। এখানে যারা এসেছে তাদের অর্ধেকই প্রথমবারের মতো এই কন্ডিশনে খেলছে। অ্যাওয়ে ম্যাচ সবসময়ই কঠিন হয়। ইংল্যান্ডের দিকে তাকান, তারা ভারতের মাটিতে গিয়ে বাজেভাবে সিরিজ হেরেছে। ’

তিন ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তামিমের। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও তার। নিজে ভালো না খেললে বাংলাদেশ জেতে না, এমন ভাবনাকে দূরে ঠেলে তামিম জানান, ‘আমি একা ভালো খেললেও কিছু হবে না। আসলে আমরা সবাই ভালো খেললেই দল জেতে। পুরো দলকেই ভালো খেলতে হবে। তাতে জয় পাওয়া কঠিন হবে না। দলের সবার মধ্যে অন্তত এই বিশ্বাসটা আছে যে আমরা জিততে পারি। আমরা কিন্তু এখানে হারার জন্য আসিনি। ’

তামিম আরও জানান, ‘ক্রিকেটে সবাইকে পারফর্ম করতে হবে। খুব দ্রুত কিছুই বদলে ফেলা সম্ভব নয়। দেশের মাটিতে আমাদের সাফল্যের সঙ্গে বিদেশের মাটিতে আমাদের পারফর্ম মেলালে হবে না। দেশের মাটিতে ধারাবাহিক সাফল্য পেতে আমাদেরও প্রায় বছর দশেক অপেক্ষা করতে হয়েছে। বিদেশি কন্ডিশনেও আমাদের ভালো করতে হলে, নিয়মিত সফর করতে হবে, খেলতে হবে। ’

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে তামিম জানান, আমরা নিজেদের সর্বাত্মক চেষ্টা করছি। হয়তো খুব দ্রুতই সাফল্য আসবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।