ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগ্রেসদের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
টাইগ্রেসদের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা টাইগ্রেসদের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা/ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের জন্য ১৪ সদস্যের নারী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ডেন ভ্যান নাইকার্ককে দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে হোম সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করে বিসিবি।

সোমবার (০৯ জানুয়ারি) বাংলাদেশে আসার কথা প্রোটিয়া নারীদের।

সফর শেষে ২১ জানুয়ারি ফিরবে দ. আফ্রিকা।
 
প্রোটিয়া নারী দলের বিপক্ষে টাইগ্রেসদের প্রথম ওয়ানডে আগামী ১২ জানুয়ারি। ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সবগুলো খেলাই হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
 
সিরিজের প্রস্তুতি নিতে রুমানা আহমেদের দল কক্সবাজারে অবস্থান করছে।

দ. আফ্রিকা নারী ক্রিকেট দল:
ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, সুন লুস, মারিজান ক্যাপ, মসলিন ডেনিয়েলস, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, ইয়োলানি ফোরি, আদ্রিয়ে স্টেইন, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।

বাংলাদেশ নারী ক্রিকেট দল:
রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা মন্ডল এবং নুজহাত তাসনিয়া টুম্পা।

সিরিজের সূচি:
১২ জানুয়ারি: প্রথম ওয়ানডে
১৪ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে
১৬ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে
১৮ জানুয়ারি: চতুর্থ ওয়ানডে
২০ জানুয়ারি: পঞ্চম ওয়ানডে

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।