ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফলাফল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফলাফল প্রথম বিভাগ ক্রিকেট লিগ/ছবি: সংগৃহীত

বছরের শুরুতে মাঠে গড়িয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০১৬-১৭ মৌসুমের খেলা। লিগ শুরুর প্রথম দিন ‘এ’ গ্রুপের ম্যাচে জয় পেয়েছে রুপগঞ্জ টাইগার্স, অগ্রনী ব্যাংক, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ও বারিধারা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কাকরাইল বয়েজ ক্লাবকে ২ উইকেটে হারায় রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে কাকরাইল।

জবাবে ৪৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রুপগঞ্জ।

ফতুল্লার আউটার স্টেডিয়ামে বাংলাদেশ বয়েজ ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব। বাংলাদেশ বয়েজের দেওয়া ২২৩ রানের লক্ষ্যে ৪৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় অগ্রনী ব্যাংক।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ৩৩ রানে বিকেএসপি’কে হারিয়েছে। ১৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৫৩ রানে গুটিয়ে যায় বিকেএসপি।

বিকেএসপির ৪ নম্বর মাঠে অপর ম্যাচে উদয়াচল ক্লাবকে ২৯ রানে হারায় বারিধারা। বারিধারার করা ১৮১ রানের জবাবে ১৫২ রানে শেষ হয় উদয়াচলের ইনিংস।

সোমবার (৯ জানুয়ারি) ‘বি’ গ্রুপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে র‌্যাপিড ফাউন্ডেশন খেলবে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ফতুল্লা আউটার স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ধানমন্ডি প্রগতি সংঘ।

বিকেএসপির ৩ নম্বর মাঠে সুর্যতরুণের প্রতিপক্ষ আজাদ স্পোর্টিং। ৪ নম্বর মাঠে সিটি ক্লাব খেলবে ইয়াং পেগাসাসের বিপক্ষে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কালিন্দী ক্রীড়া চক্রের বিপক্ষে খেলবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নিচ্ছে ২০টি ক্লাব। ৯ রাউন্ড শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সুপার এইট। অবনমন বাঁচাতে খেলবে পয়েন্ট তালিকার শেষ চার দল।

এ পর্বের শেষ দুটি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে। সুপার এইটে একবার করে একে অন্যের সঙ্গে খেলবে। শীর্ষ দুটি দল উন্নীত হবে ঢাকা প্রিমিয়ার লিগে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

আরও পড়ুন... মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।