ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সামনে অপরিবর্তিত নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
বাংলাদেশের সামনে অপরিবর্তিত নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে নিজেদের আগের ম্যাচের টেস্ট একাদশ অপরিবর্তিত রাখতে পারে ন্বিিউজিল্যান্ড/ছবি: সংগৃহীত

চূড়ান্ত লাইনআপ এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে একাদশে কোনো পরিবর্তন না আনার জোরালো ইঙ্গিতই দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

অর্থাৎ, পাকিস্তানের বিপক্ষে কিউইদের সবশেষ টেস্টের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। গত নভেম্বরে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ব্ল্যাক ক্যাপসরা।

ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করা পেসার ট্রেন্ট বোল্ট বাংলাদেশের বিপক্ষে ফিরছেন। ওই ম্যাচটিতে বোল্টের পরিবর্তে খেলেছিলেন ম্যাট হেনরি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ২০ জানুয়ারি থেকে।

একাদশ নিয়ে উইলিয়ামসনের ভাষ্য, ‘আমাদের সবশেষ টেস্ট একাদশ থেকে পরিবর্তন দেখাটা কঠিন হবে। ’ বলা বাহুল্য, বেসিন রিজার্ভের সবুজ উইকেট বরাবরই পেসারদের জন্য ‘স্বর্গ’। তাই ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

উইকেট নিয়ে উইলিয়ামসনের অভিমত, ‘এটা দেখতে অনেকটা বেসিন রিজার্ভের আগের উইকেটের মতোই। আশা করছি, পেস ও বাউন্স থাকবে এবং অবশ্যই এটা শুরুর দিকে খানিকটা বেশি হবে। এখানের উইকেট সবুজ যা বেসিন রিজার্ভে স্বাভাবিক। পিচের কন্ডিশন ভালো দেখাচ্ছে। ’

টেস্ট সিরিজ জিততে নিউজিল্যান্ড পরিষ্কার ফেভারিট। ১১ বারের সাক্ষাতে একবারও তাদের হারাতে পারেনি টাইগাররা (৩ ড্র, ৮ হার)।

কিন্তু, সীমিত ওভারের সিরিজে বাংলাদেশ যে দক্ষতা দেখিয়েছে তাতে সতর্কই থাকছেন উইলিয়ামসন, ‘নিশ্চিতভাবেই সাদা বলের ফরমেটে বাংলাদেশ প্রতিটি ম্যাচেই আমাদের চাপে রেখেছিল। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি এবং জয় পেয়েছি। ’

বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শুভাশিষ রায়।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিৎ রাভাল, মিচেল স্ট্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক)।

পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ: জিৎ রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, নেইল ওয়াগনার।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।