ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা টি-২০ দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শ্রীলঙ্কা টি-২০ দলে নতুন মুখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা/ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ ব্যাটিং অলরাউন্ডার থিকশিলা ডি সিলভা। টেস্ট ও ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার লক্ষণ সান্দাকান প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন।

আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী ডি সিলভা বাঁহাতি ব্যাটসম্যান। পাশাপাশি ডানহাতি পেস বোলিংয়েও বেশ কার্যকরী।

সংক্ষিপ্ত সংস্করণে না খেলা লক্ষণ এখন পর্যন্ত তিনটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন।

বিপিএলে আলো ছড়ানো সিকুজি প্রসন্নর কাছে জায়গা হারিয়েছেন লেগস্পিনার জেফরি ভান্ডারসে। বাদ পড়েছেন পেসার দুশমান্থা চামিরা। দলে ফিরেছেন দুই পেসার ইসুরু উদানা ও নুয়ান কুলাসেকারা।

এরই মধ্যে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজে ধরাশায়ী হয়েছে লঙ্কানরা। ১২ জানুয়ারি তৃতীয় ও শেষ টেস্ট শুরু। আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। এরপর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

টি-২০ স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, ধানুশকা গুনাথিলাকা, সিকুজে প্রসন্ন, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, আসিলা গুনারাত্নে, সাচিত পাথিরানা, লক্ষণ সান্তাকান, থিকশিলা ডি সিলভা, নুয়ান কুলাসেকারা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।