ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান প্রায় চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান/ছবি: সংগৃহীত

প্রায় চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান। মার্চের শেষদিকে সাত সপ্তাহের ট্যুরে পাঁচটি ভেন্যুতে থাকছে দু’টি টি-২০, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট।

২০১৩ সালের জুলাইয়ে সবশেষ ক্যারিবিয়ান সফরে গিয়েছিল টিম পাকিস্তান। সেবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছিলেন মিসবাহ-হাফিজরা।

আর দুই ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা।

অন্যদিকে, ২০১১ সালে ক্যারিবীয়দের মাটিতে শেষবার টেস্ট খেলেছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় নিষ্পত্তি হয়েছিল।

পোর্ট অব স্পেনে আগামী ৩১ মার্চ টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। একই গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ ২ এপ্রিল। ৭ এপ্রিল ওডিআই সিরিজ মাঠে গড়াবে। বাকি দু’টি ওয়ানডে ৯ ও ১১ এপ্রিল। কিংস্টনে প্রথম টেস্ট শুরু ২২ এপ্রিল। ৩০ এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ১০ মে থেকে।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। ব্রিসবেনে ১৩ জানুয়ারি পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওডিআই অনুষ্ঠিত হবে। এর আগে টেস্ট সিরিজের তিন ম্যাচেই হার মানে মিসবাহ উল হকের দল।

ও. ইন্ডিজের আপাতত কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই। মার্চের শুরুতে তারা হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে (৩, ৫ ও ৯ মার্চ) খেলবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।