ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুন জার্সিতে আসছে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
নতুন জার্সিতে আসছে টিম ইন্ডিয়া নতুন জার্সিতে আসছে টিম ইন্ডিয়া/ছবি: সংগৃহীত

নতুন জার্সিতে মাঠে নামবে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক বিরাট কোহলির দল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে নতুন জার্সি গায়ে খেলবে ভারত।

মুম্বাইয়ে সিরিজের আগে নতুন জার্সি গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়। জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন সাবেক দলপতি ধোনি ও বর্তমান দলপতি কোহলি।

টিম ইন্ডিয়ার নতুন জার্সির বৈশিষ্ট্য হলো এটি ‘ফোর ডি কুইকনেস’ ও ‘জিরো ডিসট্র্যাকশন’ সম্বলিত৷ আগামী ১৫ জানুয়ারি নতুন এই জার্সি গায়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

ভারতীয় কিক্রেট বোর্ড, বোর্ডের স্পন্সর প্রতিষ্ঠান আর ক্রিকেটারদের আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন এই টিম জার্সি তৈরির পরিকল্পনা করা হয়। এই জার্সি তৈরি করে টিম ইন্ডিয়ার কিট স্পনসর নাইকি৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, ‘ফোর ডি কুইকনেস বা মাল্টি ডাইরেকশন্যাল ও মাল্টি ডামেনশন্যাল এই জার্সিতে যে কোনো আবহাওয়ায় ক্রিকেটাররা নিজেদের তাপমাত্রা ঠিক রাখতে পারবে। নাইকি আমাদের ক্রিকেটারদের চাহিদা বুঝেই এই জার্সি তৈরি করেছে। এছাড়া, জিরো ডিস্ট্রাকশনের কারণে ক্রিকেটারদের মিনিমাইজ ডিস্ট্রাকশন এবং ম্যাক্সিম্যাম পারফরম্যান্স পাওয়া যাবে। ফিল্ডিংয়ের সময় যে কোনো দিকে দ্বিধাহীনভাবে ড্রাইভ দিতে পারবে ক্রিকেটাররা। ’

নতুন জার্সিতে আসছে টিম ইন্ডিয়া/ছবি: সংগৃহীতনতুন জার্সি সম্পর্কে ভারতের সাবেক অধিনায়ক ধোনি জানান, ‘ক্রিকেটের ধরন খুব দ্রুতই বদলে যাচ্ছে। এর সঙ্গে মিল রাখতে আমাদের জার্সিতেও পরিবর্তন হচ্ছে। ডিজাইনের পরিবর্তন হচ্ছে খেলার ধরন বদলের সঙ্গে সঙ্গে৷ যে বিষয়টি টিম ম্যানেজমেন্ট এবং নাইকি মাথায় রেখেছে৷ ফোর ডি কুইকনেস’ ও ‘জিরো ডিসট্র্যাকশন’ আমাদের মাঠে খুবই সহায়ক হবে বলে মনে করছি। ’

বর্তমান অধিনায়ক বিরাট কোহলি জানান, ‘মাঠে খেলার সময় আমাদের নিরাপদে থাকা জরুরি। নতুন তৈরিকৃত জার্সি আমাদের খেলা এবং পারফর্মকে আরও দারুণ করবে বলে বিশ্বাস করছি। ’

ভারতের নারী টি-টোয়েন্টি দলপতি হারমানপ্রিত কাউর জানান, ‘আমি ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু করেছিলাম। মানুষ আমাকে ক্রিকেটার হিসেবে দেখতে চায়নি। শত বাধা ডিঙিয়ে আমি আজ এখানে এসেছি। আর নতুন জার্সি প্রসঙ্গে বলতে চাই, এটা মাঠে থাকা ১১ জন মেয়েকে সুরক্ষা দেবে। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।