ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের পর মুশফিকেরও অনন্য শতক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
সাকিবের পর মুশফিকেরও অনন্য শতক মুশফিক‍ুর রহিম

ঢাকা: ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসানের পর অনন্য শতক হাঁকালেন মুশফিকুর রহিম। ১৭৯ বলে ১৭টি চারের মারে সাজানো তার এই শতক। এটি মুশফিকের চতুর্থ টেস্ট সেঞ্চুরি।

মুশফিক আজ যে সেঞ্চুরিটি হাঁকালেন তা প্রকৃত অর্থেই এক অনন্য ‘ক্যাপ্টেন্স নক’। এরমধ্য দিয়ে তিনি ফর্মের খরা বা ব্যাচ প্যাচ কাটিয়ে উঠলেন।

সেই সঙ্গে আপাতত সমালোচকদের মুখও বন্ধ করলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো উইকেট জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। দেশের বাইরে যে কোনো জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর। আর এশিয়ার বাইরে একই সঙ্গে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৩ সালে দেশের বাইরে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিলেন আশরাফুল ও মুশফিক জুটি।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭

টিআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।