ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকে অনুপ্রেরণা খুঁজছেন মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
সাকিব-মুশফিকে অনুপ্রেরণা খুঁজছেন মিঠুন মোহাম্মদ মিঠুন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রেকর্ড জুটি নিয়ে আলোচনা থামছেই না। তৃতীয় বাংলাদেশি হিসেবে সাকিবের ডাবল সেঞ্চুরির কীর্তি উজ্জ্বল হয়ে যেন জ্বলছে চারদিকে।

তাদের অসাধারণ ইনিংস দেশকে গৌরব এনে দিয়েছে। দেশি-বিদেশি সংবাদমাধ্যমে ছুটছে প্রশংসাবাক্য।

সাকিব-মুশফিক অমন ইনিংস খেলে আরেকটি কাজ করে দিয়েছেন। সেটা হলো, পাইপলাইনে থাকা ক্রিকেটারদের বড় ইনিংস খেলার তাগিদ বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলে জায়গা হারানো মোহাম্মদ মিঠুন অনুপ্রাণিত সাকিব-মুশফিকের ব্যাটিং দেখে। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে বিসিএল খেলতে তৈরি হচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান।  

জাতীয় লিগে ব্যাটিং খুব ভালো করতে পারেননি। বিসিএলে খেলতে চান বড় ইনিংস। এর পেছনে সাকিব-মুশফিকের ইনিংস দুটি অনুপ্রেরণা যোগাচ্ছে তাকে, ‘সাকিব ভাই ও মুশফিক ভাই অসম্ভব ভালো খেলেছে। তাদের দু’জনকে অভিনন্দন জানাই। আসলে ওখানে (জাতীয় দল) যেভাবে তৈরি হবে নিচের লেভেলে (পাইপলাইন) যারা আছে তারাও সেভাবে তৈরি হবে। উপরে যখন ভালো করে, নিচে যারা আছে তাদেরও ভালো করার তাগিদ আরো বাড়ে। ’

‘একটা সময় ‘ডাবল সেঞ্চুরি’ কেউ চিন্তাও করেনি। এখন ২০০ হচ্ছে আবার সেটা কেউ টপকে যাচ্ছে। মুশফিক ভাই ২০০ করেছেন, খুব বেশিদিন কিন্তু হয়নি। তারপর আরো দুইটা ডাবল সেঞ্চুরি হলো। যখন সামনের একজন ভালো কিছু করবেন, পিছন থেকে আমারও ইচ্ছাশক্তি বেশি বেড়ে যাবে। ’-যোগ করেন বাংলাদেশের হয়ে দুই ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এ ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।