২০১৪ সালের নভেম্বরে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলেছিলেন ম্যাক্সওয়েল। তবে উপমহাদেশের মাঠ স্পিন বান্ধব বলেই নির্বাচকরা ডানহাতি এ তারকাকে দলে রেখেছেন।
এদিকে অলরাউন্ডার মিচেল মার্শ ফিরছেন এই সিরিজে। আর তারই বড় ভাই শন মার্শ গত দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পাওয়ার পর এই সিরিজে আবারও ফিরছেন।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পুনেতে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।
অজি স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিফেন ও’কিফ, ম্যাথিউ রেনশ, মিচেল স্টার্ক, মিচ সোয়েপসন, ম্যাথিউ ওয়েড।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস