ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দুই বছর পর টেস্ট দলে ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
দুই বছর পর টেস্ট দলে ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল-ছবি:সংগৃহীত

দুই বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা পেলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দলে নতুন মুখ হিসেবে আছেন লেগ স্পিনার মিচ সোয়েপসন। আর মার্শ ভাইয়েরাও এ সিরিজে ডাক পেয়েছেন।

২০১৪ সালের নভেম্বরে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলেছিলেন ম্যাক্সওয়েল। তবে উপমহাদেশের মাঠ স্পিন বান্ধব বলেই নির্বাচকরা ডানহাতি এ তারকাকে দলে রেখেছেন।

এছাড়া দলে স্পিনার হিসেবে আছেন অ্যাস্টন অ্যাগার, নাথান লিওন ও স্টেফেন ‍ও’কিফ।

এদিকে অলরাউন্ডার মিচেল মার্শ ফিরছেন এই সিরিজে। আর তারই বড় ভাই শন মার্শ গত দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পাওয়ার পর এই সিরিজে আবারও ফিরছেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পুনেতে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।

অজি স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিফেন ও’কিফ, ম্যাথিউ রেনশ, মিচেল স্টার্ক, মিচ সোয়েপসন, ম্যাথিউ ওয়েড।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।