ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের স্বল্প সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের স্বল্প সংগ্রহ ছবি: সংগৃহীত

ঘুরে দাঁড়ানোর ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল ৪৯ ওভারে মাত্র ১৩৬ রান তুলতেই অলআউট হয়েছে। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ বাঁচাতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই স্বাগতিকদের।

প্রথম ম্যাচে ৮৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। পরের ম্যাচে হারের ব্যবধান ছিল ১৭ রানের।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশের দলপতি রুমানা আহমেদ।

বাংলাদেশের ওপেনার শারমীন সুলতানা আর শারমীন আখতার ৪২ রানের জুটি গড়েন। জাতীয় দলের জার্সি গায়ে অভিষিক্ত শারমীন সুলতানা ২১ আর শারমীন আখতার ১৭ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা সানজিদা ইসলাম ১৬ রান করে সাজঘরে ফিরেন। দলপতি রুমানার উইলো থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ রান।

উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা খেলেন ২১ রানের ইনিংস। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।