ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বাস করি সব ম্যাচ জেতা সম্ভব: কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বিশ্বাস করি সব ম্যাচ জেতা সম্ভব: কোহলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাড়ে তিনশো রান করেও স্বাগতিক ভারতের বিপক্ষে জিততে পারেনি সফরকারী ইংল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি তিন উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দলের নতুন অধিনায়ক বিরাট কোহলি প্রতিপক্ষ দলগুলোকে সাবধান করে দিয়ে জানালেন, ভারত বিশ্বাস করে সব ম্যাচই তারা জিততে পারে।

পুনের মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন মাঠে ইংলিশদের ছুঁড়ে দেওয়া ৩৫১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারত ১১ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় তুলে নেয়। দলের হয়ে শতক হাঁকান দলপতি বিরাট কোহলি আর কেদার যাদব।

১০৫ বলে কোহলি ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরিতে করেন ১২২ রান। যাদব ৭৬ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

কোহলি ক্রিকেট বিশ্বকে জানান, ‘আমরা শুধুমাত্র একটি ম্যাচ জিততে চাই না। প্রতিপক্ষকে জানিয়ে রাখছি আমরা বিশ্বাস করি আমাদের সব ম্যাচই জেতার সক্ষমতা আছে। পুনের মাঠ বোলারদের জন্য কঠিন ছিল। আমাদের বোলাররা সেখানে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু, ইংলিশ ব্যাটসম্যানরা বোলারদের বেশ ভালোভাবেই সামলে খেলেছে। ’

কেদার যাদবের সঙ্গে ২০০ রানের জুটি গড়া কোহলি যোগ করেন, ‘প্রথম ম্যাচে আমাদের ৬৩ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যান আউট হয়ে যায়। আমাদের টার্গেটও ছিল সাড়ে তিনশো। সে মুহূর্তে ভালো একটা জুটির প্রয়োজন হয়। আর বিশেষ জুটিটি যাদবের সঙ্গেই হবে ভাবিনি। দুর্দান্ত ইনিংস খেলেছে যাদব। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও দেখেছি তার দুর্দান্ত ব্যাটিং। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে দলের ওই মুহূর্তে এমন ইনিংস খেলা সত্যিই কঠিন। তার দারুণ শট গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও চমৎকার লাগছিল। ’

কেদার যাদব জানান, ‘এটা দারুণ অনুভূতি যে দেশের হয়ে আরও একটি বড় ম্যাচ জিততে পেরেছি। দেশের ভক্তদের সামনে, পরিবারের সামনে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। দলপতির সঙ্গে লম্বা সময় খেলেছি, সেটাও দারুণ। কোহলি বহুবার দেশের জন্য ম্যাচ জিতেছে। আমি বহুবার সে সুযোগ নষ্ট করেছি। তাই সুযোগ পেয়ে এমন ইনিংস খেলা আর ক্রিজে দাঁড়িয়ে কোহলির এমন দুর্দান্ত ব্যাটিং ফর্ম দেখা দুটোই আমার জন্য বড় পাওয়া। ’

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।