স্বাগতিকদের আটকানো যেতে পারতো, আটকানো যেতে পারতো মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার শতক আর রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরি।
টেস্টের দ্বিতীয় দিনের কথাই ধরুন।
তার পরের বলেই রিয়াদ সহজ ক্যাচ ফেলেছেন। কয়েক ওভার আগে সাব্বির ‘দারুন চেষ্টা’তে শেষ করেন কোহলির আরেকটি ক্যাচ নেওয়ার সম্ভাবনা।
টেস্টের প্রথম দিনে সবচেয়ে ভুলটি ছিল মুরালি বিজয়ের রান আউট মিস। বিজয় শতক থেকে প্রায় যোজন দূরে। রান নেয়ার তাগিদে দৌড় শুরু করলে আসে রান আউটের সহজতম সুযোগটি। হাত ফস্কে মিরাজ মিস করেন রান আউট। আর সেই সুযোগে বিজয় মাঠ ছাড়েন নিজের খাতায় শতক হাঁকিয়েই। দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজার অর্ধশতকের আগেও একটি ক্যাচের সুযোগ নষ্ট করেছেন তামিম। পরে জাদেজাও ভারতকে ফিফটি উপহার দেন।
এর আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টেস্টেও মিসের মহড়া দিয়েছে টাইগার বাহিনী। ১০ টির বেশি সহজ সুযোগ নষ্ট করেছিল তারা।
বড় দলের বিপক্ষে ভালো করতে হলে এমন সুযোগগুলো কাজে লাগাতে হবে বলে মনে করেন সাবেক দলপতি হাবিবুল বাশার সুমন। তিনি জানান, ‘এই টেস্টে লড়াই করতে চাইলেও আমাদের হাফ চান্সগুলো কাজে লাগাতে হবে। কিন্তু ফুল চান্সও মিস করে যাচ্ছি আমরা। ’
একইসাথে টেস্ট মনোভাব ধরে রেখে মুশফিকদের এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি, ‘ভারত বড় দল। তাদের বিপক্ষে জেতাটা কঠিন। তবে সেই মনযোগ ও ধৈর্যটা ধরে রেখে শিখতে হবে। ’
এদিকে মুশফিকের 'নির্বুদ্ধিতা'রও সমালোচনা করছেন অনেকে। ফেসবুকে ছড়িয়ে গেছে সেই 'রিভিউ নেয়ার' ভিডিও। তাইজুলের বলে ডিফেন্স করেন বিরাট কোহলি। স্পষ্ট দেখা যাচ্ছিল, বল ব্যাটের মাঝখানে লেগেছে। আর বোলার কোনও সাড়া না দিয়ে ফেরেন বল করতে। কিন্তু এদিকে মুশফিক এদিক-ওদিক তাকিয়ে বোলারের পরামর্শ ছাড়াই রিভিউয়ের ডাক দেন। দিন শেষে যা হাসির খোরাক যোগায়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি