ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব)। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন মাশরাফি-সাকিব-মুশফিকরা।

গত মাসে নিউজিল্যান্ড সফর শেষ হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে। সম্প্রতি ভারতের মাটিতে একটি টেস্ট খেলে এসেছে টাইগাররা।

শ্রীলঙ্কা সফরও শুরু হচ্ছে টেস্ট দিয়ে। তার আগে থাকছে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ।

শ্রীলঙ্কা সফরের সূচি:

প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ) - মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম
প্রথম টেস্ট (৭-১১ মার্চ) - গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ) - পি সারা ওভাল

প্রস্তুতি ম্যাচ (২২ মার্চ) - কলম্বো
প্রথম ওয়ানডে (২৫ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (১ এপ্রিল) - সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড

প্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 
দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।