শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ক্রিকেট একাডেমিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শহিদ নিজেই।
শহিদ বলেন, ‘আমার চিকিৎসক প্রথমে বলেছিল অস্ত্রপচার লাগবে না।
ইনজুরিতে পড়ে এর আগে কখনওই ছুড়ি, কাচির নিচে যেতে হয়নি শহিদকে। এটাই তার শরীরে প্রথম অস্ত্রোপচার। তাই নিজের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন। ‘আগে কখনও এমন কিছু মোকাবেলা করিনি। দেশবাসীর কাছে দোয়া চাই যেন সুস্থ্যভাবে ফিরে আসতে পারি। আবার দেশের হয়ে খেলতে পারি। ’
এদিকে নিজের শরীরের এই অস্ত্রোপচারের আগে অভিজ্ঞ আরেক পেসার শাহাদাত হোসেন রাজীবের সাথে আলোচনা করেছেন শহিদ। আর আলোচনার পর তাকে অভয় দিয়ে শাহাদাত বলেছেন, ‘ওই রকম কিছুই না। তুই টেরই পাবি না। তুই কত তারাতারি ফিরতে পারবি সেটা নির্ভর করবে তোর পুনর্বাসনের ওপরে। ’
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডানামাইটসের হয়ে খেলা এই টাইগার পেসার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে হাঁঠুতে চোট পান। ফলে গেল জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে থেকে থেকে ছিটকে যান। অভিশপ্ত ইনজুরি তাকে খেলতে দেয়নি সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিটিও।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস