ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সাথে আরও সিরিজ খেলতে আগ্রহী ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বাংলাদেশের সাথে আরও সিরিজ খেলতে আগ্রহী ভারত সদ্য সমাপ্ত ভারত বনাম বাংলাদেশ টেস্টে বিরাট কোহলি ও মুশফিকুর রহিম (ডানে) -ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচটি দেখতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। সেখানে অবস্থানকালীন সময়ে ভারতের বিপক্ষে ভবিষ্যতে আরও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে ভারত ক্রিকেট বোর্ডের উর্ধোতন কর্মকর্তাদের সাথে আলোচনো করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন

আলোচনা শেষে দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা একে অপরের বিপক্ষে ভবিষ্যতে আরও সিরিজ আয়োজনের বিষয়ে মতোঐক্যে পৌঁছেছেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন ‘ওখানে যে হোটেলে আমরা ছিলাম সেখানে ভারত ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের সাথে আমাদের সভাপতি সভা করেছে।

সেখানে ভারত ক্রিকেট বোর্ডের কোষাধক্ষ্য, যুগ্ন সচিবসহ আরও গুরুত্বপূর্ন ব্যক্তিরা উপস্থিত ছিল। বাংলাদেশের সাথে ভবিষ্যতে আরও কি ধরনের ট্যুর করা যায়, কোন লেভেলের খেলা বিনিময় করা যায় এই সব বিষয় আলোচনা হয়েছে। আমরা চাচ্ছিলাম জাতীয় দল ছাড়া অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের একটি নিয়মিত ট্যুর যাতে থাকে। মানে ভারত এখানে আসতে পারে ও আমরা ওখানে যেতে পারি। এই বিষয়ে তারা আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছে। ’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আসছে ১৫-২৬ মার্চ বাংলাদেশে অনুষ্ঠেয় ইমার্জি এশিয়া কাপের ভেন্যু নিয়ে। তবে এই প্রসঙ্গে গণমাধ্যমকে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই মিডিয়া চেয়ারম্যান। ‘আমাদের মিরপুরে এখন কাজ চলছে। হতে পারে ফতুল্লা ও চট্টগ্রামে এর সাথে সিলেটের চিন্তাভাবনাও আছে। ’ 

এদিকে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। কিন্তু ওই সমযে গরম ও বৃষ্টি থাকায় তারা শীতকালে খেলার আগ্রহ জানিয়েছে। কিন্তু বিসিবি জানিয়েছে, সেটা সম্ভব না। কেননা, অক্টোবরে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম বাংলাদেশ। তাই খেলতে হলে ওই সময়েই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সফর করতে হবে বলে জানালেন জালাল ইউনুস।

‘অস্ট্রেলিয়া চাচ্ছে শুকনো মৌসুমে খেলতে। আমাদের এখানে শুকেনো মৌসুম শুরু হবে অক্টোবরের পর থেকে। কিন্তু অক্টোবরে আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজ আছে। তাছাড়া জুলাইয়ে আমাদের দেশে পাকিস্তান আসার কথা আছে। তার আগে আগস্ট সেপ্টেম্বেরে একটি শ্লট আছে। সেটা আমরা অস্ট্রেলিয়ার জন্য ধরে রেখেছি, কিন্তু চূড়ান্ত করিনি। ’-যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।