ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তুষার ইমরানের ব্যাটে দক্ষিণাঞ্চলের বড় সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
তুষার ইমরানের ব্যাটে দক্ষিণাঞ্চলের বড় সংগ্রহ তুষার ইমরান/ছবি: সংগৃহীত

তুষার ইমরানের সেঞ্চুরিতে বিসিএলের চতুর্থ রাউন্ডে বড় সংগ্রহের পথে দক্ষিণাঞ্চল। প্রথম দিন শেষে তাদের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ২৯২। ১২৭ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ তুষার। তার সঙ্গী অর্ধশতক হাঁকানো শাহরিয়ার নাফিস (৫০ অপ.)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেএসপিতে উত্তরাঞ্চলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে দু’বারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। দলীয় ১৩৪ রানে এনামুল হক বিজয় (৩৯), সৌম্য সরকার (২৬, রান আউট) ও ইমরুল কায়েসের (৩১) বিদায়ে দলের হাল ধরেন  তুষার ও নাফিস।


 
চতুর্থ উইকেটে দু’জনের অবিচ্ছিন্ন ১৫৮ রানের জুটিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় সাউথ জোন। উইকেট দু’টি নেন শফিউল ইসলাম ও সাঞ্জামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।