ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় বোলারদের দাপট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ফতুল্লায় বোলারদের দাপট ফতুল্লায় বোলারদের দাপট/ছবি: সংগৃহীত

বিসিএল চতুর্থ রাউন্ডে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচে দাপট দেখিয়েছে পূর্বাঞ্চলের বোলাররা। প্রথম দিন শেষে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩২ রান তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। তবে ব্যাট উজ্জ্বল ছিলেন নুরুল হাসান সোহান। ৬৫ রানের ইনিংস উপহার দেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ওপেনার সাইফ হাসান ১৭, মেহরাব হোসেন জুনিয়র ৩৭, শুভাগত হোম ৪৬, তাইবুর রহমান ১৬ রান করে আউট হন। অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল ২১ ও মোহাম্মদ শরিফ ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।


  
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠান ইস্ট জোন অধিনায়ক অলক কাপালি।  আর বল হাতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে দিন শেষে মধ্যাঞ্চলের ৭ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ২৩২ রানের স্বল্প সংগ্রহ দিয়ে দাপুটে দিন শেষে করে কাপালির পূর্বাঞ্চল।
 
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে আবু জায়েদ একাই ৪টি উইকেট দখল করেন। একটি করে নেন আবুল হাসান, সাকলাইন সজিব ও আফিফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।