ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের দলে আফগান নবী-রশিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
মোস্তাফিজের দলে আফগান নবী-রশিদ হায়দ্রাবাদে নবী ও রশিদ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আইপিএল দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নবী। কাটার মাস্টার মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ এ অলরাউন্ডারকে ৩০ লাখ ভারতীয় রুপিতে দলে নিয়েছে।

ভারতীয় স্থানীয় ক্রিকেটার আনিকেত চৌধুরীকে ২ কোটি রুপিতে কিনেছে ব্যাঙ্গালুরু। আর তামিল নাড়ুর ফাস্ট বোলার টি নাতারঞ্জনকে ৩ কোটি রুপিতে পেয়েছে সাকিবের কলকাতা।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে গুজরাট লায়ন্স ৫০ লাখ রুপিতে নাথু সিংকে দলে ভিড়িয়েছে। পরে একই দল বাসিল থাম্পিকে ৮৫ লাখ রুপিতে নেয়। গতবার পুনেতে খেলা স্পিনার মুরুগান অশ্বিনকে ১ কোটি রুপিতে কিনেছে দিল্লি।

রশিদ খানদ্বিতীয় আফগান ক্রিকেটার হিসেবে চমক দেখিয়েছেন লেগ স্পিনার রশিদ খান। বেজ প্রাইজ ৫০ লাখ রুপিতে থাকা এ ক্রিকেটারকে নিয়ে মুম্বাই ও হায়দ্রাবাদ বেশ লড়াই করে। কিন্তু শেষ পর্যন্ত ৪ কোটি রুপির বিশাল অঙ্কে তাকে দলে টানে হায়দ্রাবাদ।

এখনও চলছে নিলাম। পরবর্তী নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।