ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহরুখের দলে নাইল, হায়দ্রাবাদে জর্ডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
শাহরুখের দলে নাইল, হায়দ্রাবাদে জর্ডান জর্ড‍ান ও নাইল-ছবি:সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলাম চলছে। নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ৫০ লাখ ভারতীয় রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দেবেন। অবিক্রিত থাকা ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে বেজ প্রাইজ ১ কোটি রুপিতে দলে নিয়েছে গুজরাট লায়ন্স।

ক্রিস জর্ডানকে ৫০ লাখ রুপিতে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার নাইলকে ৩ কোটি ৫০ লাখ রুপির বড় অঙ্কে ঘরে তুলেছে।

ভারতীয় স্থানীয় স্পিনার করন শর্মাকে ৩ কোটি ২০ লাখ রুপির বড় অঙ্কে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর কলকাতা নাইট রাইডার্স ৫৫ লাখ রুপিতে আরেক স্পিনার রিশি ধাওয়ানকে দলে ভিড়িয়েছে। জাতীয় দলে খেলা সাবেক পেসার মানপ্রিত গনিকে ৬০ লাখ রুপিতে কিনেছে গুজরাট লায়ন্স।

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরিকে ৫০ লাখ রুপিতে দলে পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর স্থানীয় পেসার জয়দেভ উনাদকাটকে ৩০ লাখ রুপিতে কিনেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

জাতীয় দলে খেলা পেসার বরুন অ্যারনকে ২ কোটি ৮০ লাখ রুপির বড় অঙ্কে কিনেছে পাঞ্জাব। এর আগে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।