প্রথমে ব্যাট করা অজিরা নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ১৮ ওভারে ১৪৬ রান তুলতে সবকটি উইকেট হারায় সফরকারীরা।
১৮৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিলশান মুনাবেরা ও অধিনায়ক উপল থারাঙ্গা ৪১ রানের জুটি গড়েন। তবে এরপর আর সুবিধে করতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে। সর্বোচ্চ ৩৭ রান করেন থারাঙ্গা। ৩৫ রান আসে মিলিন্দ সিরিবর্ধনের ব্যাট থেকে।
অজি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান জেমস ফকনার ও অ্যাডাম জাম্পা। জাই রিচার্ডসন ও ট্রারভিস হেড একটি করে উইকেট পান।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফিঞ্চ (৫৩) ও মাইকেল ক্নিঞ্জারের (৬২) দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো সূচনা করে স্বাগতিকরা। দু’জনেই হাফসেঞ্চুরির দেখা পান। এছাড়া বেন ডাঙ্ক ২৮ ও হেড করেন ৩০।
লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান লাসিথ মালিঙ্গা ও দাসুন শানাকা।
ম্যাচ সেরা হন জাম্পা। আর আসেলা গুনারত্নে সিরিজ সেরার পুরস্কার পান।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস