এরই ফলে সমালোচনা যেন পিছু ছাড়ছে না পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। এবার সে সমালোচনায় ঘি ঢেলে দিলেন ক্রিস গেইলরা।
এর আগেই অবশ্য শ্রীলঙ্কান দুই কিংবদন্তী কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে লাহোরে ফাইনাল খেলবেন না বলে জানিয়েছিলেন।
গেল দুই সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে নানা সন্ত্রাসী হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেজন্যে পাকিস্তানে এই সময়টায় যাওয়াটা নিরাপদ মনে করছেন না ক্রিকেটের এই তিন বড় তারকা। তাদের দল করাচি কিংসের কর্তৃপক্ষকেও তাদের এই সিদ্ধান্তটি জানিয়েছে।
অন্যদিকে লাহোরে ফাইনাল খেলতে গেলে তাদের ম্যাচ ফি আরো বাড়ানো হবে বলেও জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। তবে পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি আগেই জানিয়েছেন, যদি বিদেশি ক্রিকেটাররা লাহোরে খেলতে না যায় তাহলে স্থানীয় ক্রিকেটারদের দিয়েই খেলোয়াড় কোঠা পূরণ করে ফাইনাল অনুষ্ঠিত হবে সেখানে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস