ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চার বছর পর বরিশালে প্রথম বিভাগ ক্রিকেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
চার বছর পর বরিশালে প্রথম বিভাগ ক্রিকেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দীর্ঘ ৪ বছর পর বরিশালে প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

‘অপসোনিন বরিশাল প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’ নামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল দুই আসনের সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মা লিঃ এর প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরুল আলম নুরুসহ ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেট লীগ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মোট ১০টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।