প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের শারজায় মুখোমুখি হবে পেশোয়ার-কোয়েটা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।
শ্রীলঙ্কা মিশনে টাইগার স্কোয়াডে থাকা সাকিব-রিয়াদ দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে, তামিম ইকবাল এখনও শ্রীলঙ্কায় যাননি। পিএসএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে তিনি শ্রীলঙ্কায় উড়াল দেবেন বলে জানা যায়।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। পাকিস্তানের লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট করে নেওয়ার। আগামী ৫ মার্চ এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এবারের আসরে কোয়েটার হয়ে ব্যাটে বলে দুর্দান্ত খেলেছেন সাকিব-রিয়াদ। ৫ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়ে পেশোয়োরের হয়ে ৫৪ রান করেছেন সাকিব। ব্যাট হাতে ২৪ বলে ৩০ রান করার পাশাপাশি বল হাতে ২ ওভারে ১৪ রান দিয়ে সাকিব তুলে নিয়েছিলেন দুই উইকেট, হয়েছেন ম্যাচসেরা। তামিমও কম যাননি। পেশোয়ারের হয়ে এক ম্যাচে করেছিলেন ৬২ রান। টাইগার এই ওপেনারের মোট রান ৯৪।
এদিকে কোয়েটার সেরা ক্রিকেটার ছিলেন রিয়াদ। ৪ ওভারে ২১ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কোয়েটার হয়ে ৬ ম্যাচ খেলে নিয়েছিলেন ৭টি উইকেট। তিন ইনিংসে ব্যাট করে ৩৭ রান সংগ্রহ করেন রিয়াদ।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে তালিকার শীর্ষ দুই স্থান নিশ্চিত করে পেশোয়ার-কোয়েটার। দুই দলের সংগ্রহ সমান ৯ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে রয়েছে তামিম-সাকিবের পেশোয়ার। তৃতীয় ও চতুর্থ স্থানে সমান ৮ পয়েন্ট সংগ্রহ শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের। পাঁচ দলের আসরের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে লাহোর কালান্দারস।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি