ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের ৭০১/৮

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
রেকর্ড গড়ে বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের ৭০১/৮ ছবি: সংগৃহীত

তুষার ইমরানের ডাবল সেঞ্চুরি, শাহরীয়ার নাফিস আর মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে রান পাহাড়ে উঠেছে আবদুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল (সাউথ জোন)। সেন্ট্রাল জোনের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১৮০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে দলটি তুলেছে ৭০১ রান। সেন্ট্রাল জোনের হয়ে সাদমান ইসলাম ছাড়া আর সবাই বোলিং আক্রমণে এসেছিলেন।

দলীয় এই স্কোরের মধ্যদিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়েছে সাউথ জোন। প্রথম শ্রেণির ম্যাচে এর আগে দলীয় ৫৩৭ রান করে নর্থ জোন সর্বোচ্চ রানের রেকর্ড ধরে রেখেছিল।

গত ২৬ ফেব্রুয়ারি এই সেন্ট্রাল জোনের বিপক্ষেই ১৩৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে দলীয় ৫৩৭ রান তোলে নর্থ জোন।

রেকর্ড গড়তে বিকেএসপিতে চলমান বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে ২১৭ রান করেন সাউথ জোনের তুষার ইমরান। ডাবল সেঞ্চুরি হাঁকাতে তিনি ৩৪০ বল মোকাবেলা করেছেন। হাঁকিয়েছেন ২১টি বাউন্ডারি। ৪৫২ মিনিট উইকেটে থেকে মার্শাল আইয়ুবের বলে সাইফ হাসানের তালুবন্দী হন তিনি।

এছাড়া, ১৩১ রানের দারুণ একটি ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। তার ১৮৬ বলের ইনিংসে ১৩টি চারের পাশাপাশি ছিল তিনটি ছক্কা।

১৭০ রানের আরেকটি ঝলমলে ইনিংস খেলেন শাহরীয়ার নাফিস। অপরাজিত থাকা নাফিস ২৩৮ বলে ১৪টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকিয়েছেন।

ম্যাচের প্রথম দিন ৫৭ রানে বিদায় নেন ইমরুল কায়েস। আরেক ওপেনার ফজলে মাহমুদ করেন ৩৯ রান। দ্বিতীয় দিন ৩৪ রান করেন আল আমিন। ১০ রান আসে দলপতি আবদুর রাজ্জাকের ব্যাট থেকে। আর ২৫ রানে নাফিসের সঙ্গী হয়ে অপরাজিত থাকেন নাজমুল ইসলাম।

সেন্ট্রাল জোনের হয়ে বল করেছেন ১০ জন। একমাত্র সাদমান ইসলাম ছাড়া বাকি সকলেই বল করেন। এমনকি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও প্যাড-গ্লাভস খুলে বোলিং আক্রমণে এসেছিলেন। তিনটি উইকেট নেন শুভাগত হোম। দুটি উইকেট নেন তানবীর হায়দার।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।