ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন সূচি, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
নতুন সূচি, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং নতুন সূচি, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং

ইমার্জিং কাপ নিয়ে প্রাথমিক ঘোষণায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন চলতি মাসের ১৫ তারিখ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এরপর গত ১৯ ফেব্রুয়ারি বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, দশ দিন পিছিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ।

এবার সেই তারিখটিও পিছিয়ে গেল। নতুন সূচি অনুযায়ী এ মাসের ২৭ তারিখ ৮ জাতির এই টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে।

সব কিছু ঠিকঠাক থাকলে এটিই চূড়ান্ত সূচি।

মঙ্গলবার (৭ মার্চ) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।          

এশিয়ার আট দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়ামের একাডেমি মাঠে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে।

৩ এপ্রিল দুপুর ২টায় দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  

ওয়ানডে ফরমেটের এই টুর্নামেন্ট এশিয়ার চার টেস্ট দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড়ের তালিকায় জাতীয় দলের চারজন করে খেলোয়াড় রাখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ৭ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।