ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নীরবেই জুনায়েদের মাইলফলক স্পর্শ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
নীরবেই জুনায়েদের মাইলফলক স্পর্শ ছবি: সংগৃহীত

অনেকটা নীরবেই চলতি মৌসুমে হাজার রান পেরিয়ে গেলেন জুনায়েদ সিদ্দিক। চলমান বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে নর্থ জোনের এই তারকা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এমন দুর্দান্ত কীর্তি গড়েন।

মৌসুমের শেষ ম্যাচের প্রথম ইনিংসে বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান করেন ৮৪ রান। আর দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান।

তাতে পেরিয়েছেন দারুণ এক মাইলফলক। তিনটি সেঞ্চুরির পাশে তিনি হাঁকিয়েছেন ৫টি অর্ধশতক।

৯০০ রান নিয়ে এবারের মৌসুমের বিসিএলের শেষ রাউন্ড শুরু করেন জুনায়েদ। দুই ইনিংস মিলিয়ে শেষ রাউন্ডে তার ব্যাট থেকে আসে ১২৪ রান। তাই চলতি প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুমে জুনায়েদ থামলেন ১ হাজার ২৪ রান করে।

চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা তুষার ইমরানই শুধু এগিয়ে জুনায়েদের থেকে। ১ হাজার ২২১ রান করেছেন তুষার ইমরান।

টাইগারদের হয়ে ১৯টি টেস্ট খেলা জুনায়েদের একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৭টি হাফ সেঞ্চুরি। সাদা পোশাকে তার নামের পাশে রয়েছে ৯৬৯ রান। দেশের জার্সি গায়ে তিনি খেলেছেন ৫৪টি ওয়ানডে আর ৭টি টি-টোয়েন্টি। ওয়ানডেতেও তার রয়েছে একটি শতক আর ৬টি অর্ধশতক। টি-টোয়েন্টিতেও রয়েছে একটি অর্ধশতক। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১০৩টি, যেখানে জুনায়েদ হাঁকান ১১টি সেঞ্চুরি আর ২৯টি হাফসেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।