ইনিংস শেষ করেন ৪০ বলে অপরাজিত ১২১ রানে। আর স্মিথের ব্যাটেই সিটি সেইটাককে আট উইকেটে হারিয়ে দেয় কোলুন ক্যান্টন্স।
প্রতিপক্ষকে প্রথম ওভারেই চারটি ছয় ও একটি চার হাঁকিয়ে মাত্র মাত্র পাঁচ বলে ২৮ রান তুলে নিয়েছিলেন স্মিথ। ষষ্ঠ ওভারে সেই নাদিম আহমেদের ওভারেই আরও ২৯ রান নেন ৩৩ বছর বয়সী এ তারকা।
তার আগে মারলন স্যামুয়েলস একটি চার ও সিঙ্গলস নিয়ে স্মিথকে স্ট্রাইক দেন। এর পরই আবারও চারটি ছক্কা হাঁকান তিনি। ১২তম ওভারেই সেঞ্চুরি তুলে নেন। মোট ১৩টি ছক্কা মারেন তিনি।
এমন ইনিংস খেলার পরে স্মিথ জানান, ‘ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট ছিল। গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ এমন উইকেট বানানোর জন্য। ’
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
এমএমএস