ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

৩১ বলে স্মিথের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
৩১ বলে স্মিথের সেঞ্চুরি ডোয়েন স্মিথ-ছবি:সংগৃহীত

সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডোয়েন স্মিথ। আর এরই মাঝে রেকর্ডের খুব কাছে গিয়ে থামলেন তিনি। হংকং টি-টোয়েন্ট ব্লিজে ৩১ বলে সেঞ্চুরি করলেন ক্যারিবীয়ান এ তারকা। 

ইনিংস শেষ করেন ৪০ বলে অপরাজিত ১২১ রানে। আর স্মিথের ব্যাটেই সিটি সেইটাককে আট উইকেটে হারিয়ে দেয় কোলুন ক্যান্টন্স।

২০১৩’তে আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজেরই ক্রিস গেইল। ফলে অল্পের জন্য বেঁচে গেল তার বিশ্ব রেকর্ড।  

প্রতিপক্ষকে প্রথম ওভারেই চারটি ছয় ও একটি চার হাঁকিয়ে মাত্র মাত্র পাঁচ বলে ২৮ রান তুলে নিয়েছিলেন স্মিথ। ষষ্ঠ ওভারে সেই নাদিম আহমেদের ওভারেই আরও ২৯ রান নেন ৩৩ বছর বয়সী এ তারকা।  

তার আগে মারলন স্যামুয়েলস একটি চার ও সিঙ্গলস নিয়ে স্মিথকে স্ট্রাইক দেন। এর পরই আবারও চারটি ছক্কা হাঁকান তিনি। ১২তম ওভারেই সেঞ্চুরি তুলে নেন। মোট ১৩টি ছক্কা মারেন তিনি।

এমন ইনিংস খেলার পরে স্মিথ জানান, ‘ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট ছিল। গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ এমন উইকেট বানানোর জন্য। ’

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।