ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

উইলিয়ামসনের ব্যাটে কিউইদের জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
উইলিয়ামসনের ব্যাটে কিউইদের জবাব উইলিয়ামসনের ব্যাটে কিউইদের জবাব/ছবি: সংগৃহীত

ডানেডিন টেস্টের প্রথম ইনিংসে ডিন এলগার (১৪০) নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার ৩০৮ রানের জবাবে নিউজিল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কেন উইলিয়ামসন। তিন উইকেটে ১৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকরা।

উইলিয়ামসন ৭৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার সঙ্গী জিতান প্যাটেল (৯ অপ.)।

কিন্তু, তিন ম্যাচ সিরিজের শুরুতেই কিউইদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রস টেইলরের ইনজুরি। ব্যক্তিগত ৮ রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

দুই ওপেনার টম লাথাম ১০ ও জিত রাভাল (৫২) অর্ধশতক করে আউট হন। হেনরি নিকোলস করেন ১২। কেশব মহারাজ দু’টি ও একটি উইকেট নেন ভারনন ফিল্যান্ডার।

...এর আগে বোল্ট-ওয়াগনারদের বোলিং তোপে চার উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শেষ ৫৬ রানে ছয় উইকেট হারায় প্রোটিয়ারা। ১৪০ রানের দুর্দান্ত ইনিংস ইনিংস উপহার দেন ওপেনাল এলগার। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৫২ ও তেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৬৪।

দুই পেসার ট্রেন্ট বোল্ট চারটি ও নেইল ওয়াগার তিনটি উইকেট দখল করেন। জিতান প্যাটেল দু’টি ও বাকি উইকেটটি নেন জিমি নিশাম।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।